Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রচারে সায়নী, ঘুরছেন দরজায় দরজায়, শুনছেন অভিযোগ, চলছে মিটিং- ও


প্রচারে সায়নী, ঘুরছেন দরজায় দরজায়, শুনছেন অভিযোগ, চলছে মিটিং- ও



আসানসোল দক্ষিণের ৫৬ নম্বর ওয়ার্ড ও ওয়াগন কলোনি পরিদর্শন ও সেখানকার মানুষের সাথে স্থানীয় সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা করতে মানুষের ভিড়ে পৌঁছে গেলেন সায়নী ঘোষ। অভিনেত্রী সায়নী ঘোষ জনজোয়ারে ভেসে যান। তার চারিদিকে মানুষের ঢল। এদিন মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। 


আসানসোল দক্ষিন বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। কিছুদিন তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। রাজ‍্য শাসকদল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়ের সাথে থাকার শপথ করেছেন অভিনেত্রী। 

ইতিমধ‍্যে বিধানসভার বেশ কিছু এলাকা ঘুরে ঘুরে দেখেছেন অভিনেত্রী। গেছেঞ মানুষের দরজায় দরজায়। শুনেছেন অভাব অভিযোগের কথা। অভিনয়ের ময়দান ছেড়ে সোজা রাজনীতির ময়দানে নিজেকে একাত্ম করার চেষ্টা চালাচ্ছেন সায়নী। 



এর আগে বার্নপুর ৮১নং ওয়ার্ড, আজ আসানসোলে ওয়ার্ড নম্বর ৭৯তে সুভাষপল্লি, রহমত নগর, শান্তিনগর, নেতাজি ও বিবেকানন্দ রোডের সকল মানুষের সাথে কথোপকথন এবং সেখানকার তৃণমূলের সহকর্মীদের সাথে মিটিং করেন তিনি। 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code