প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়! ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। প্রাথমিক শিক্ষক নিয়ােগে স্থগিতাদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। জানা গেছে, বুধবারই সেই মামলার রেজিস্ট্রশন হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানির দিনধার্য করা হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে আজ সেই মামলার শুনানি আরম্ভ হতে পারে বলে খবর।
১৬৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে কিছুদিন আগেই ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষক বোর্ড। এরপর, কাউন্সেলিং হয় এবং অনেকেই জয়েনিং লেটার পেয়ে জয়েন করে। এরপরেই, নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা রয়েছে বলেই মামলা হয় হাইকোর্টে। হাইকোর্ট সেই মামলায় প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে। এমনকি সদ্য জয়েন করা প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও পরে সেই নির্দেল বাতিল করা হয়। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষক নিয়ােগে স্থগিতাদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
এদিকে এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকে অনিয়ম হয়েছে বলে শুনিনি। তিনি পর্ষদকে এও বলেন যে আদাদতকে বোঝান না হলে আমরা ডিভিশন বেঞ্চে যাব। আর অবশেষে তাই হল। প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছ অভিযোগ তুলে ছটি মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ জারি করে সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊