মহারাষ্ট্র সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান 'মহারাষ্ট্র ভূষণ' পাচ্ছেন কিংবদন্তি গায়িক আশা ভোঁসলে
মহারাষ্ট্র সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান 'মহারাষ্ট্র ভূষণ' পাচ্ছেন কিংবদন্তি গায়িক আশা ভোঁসলে। বৃহস্পতিবার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে টুইট থেকে জানা যাচ্ছে, বিখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে ২০২০ সালের জন্য মহারাষ্ট্র ভূষণ পুরষ্কারে ভূষিত হয়েছেন। মুখ্যমন্ত্রী উদ্ধব বালাসাহেব ঠাকরের সভাপতিত্বে মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী আশাতাইকে অভিনন্দন জানিয়েছেন।
ख्यातनाम गायिका आशा भोसले जी यांना २०२० सालचा महाराष्ट्र भूषण पुरस्कार जाहीर झाला आहे. मुख्यमंत्री उद्धव बाळासाहेब ठाकरे यांच्या अध्यक्षतेखालील महाराष्ट्र भूषण पुरस्कार निवड समितीच्या बैठकीत हा निर्णय झाला. निवडीनंतर मुख्यमंत्र्यांनी आशाताईंचे अभिनंदन केले.@ashabhosle
— Office of Uddhav Thackeray (@OfficeofUT) March 25, 2021
এরপর, এই পুরষ্কার নিয়ে টুইট করেন স্বয়ং আশাও। তিনি লেখেন, ''মহারাষ্ট্র সরকারের সর্বোচ্চ সম্মানের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে, আমি কৃতজ্ঞ।''
My heart felt gratitude to the people of Maharashtra for conferring upon me the highest level of honour the state can award to an individual - the Maharashtra Bhushan Award.
— ashabhosle (@ashabhosle) March 25, 2021
Eternally grateful 🙏🏼
Jai hind. Jai Maharashtra pic.twitter.com/1WWejGSSiQ
'মহারাষ্ট্র ভূষণ' মহারাষ্ট্র সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান যা প্রতি বছর নির্ধারিত দিনে মহারাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের প্রদান করা হয়। এবার গায়িকা আশা ভোঁসলেকে ২০২০ সালের জন্য এই সম্মানে সম্মানিত করা হচ্ছে। প্রসঙ্গত, পরিবারের দ্বিতীয় সদস্য হিসাবে এই পুরস্কারে সম্মানিত হতে চলেছেন আশা এর আগে লতা মঙ্গেশকরকে মহারাষ্ট্র সরকারের তরফে এই সম্মানে সম্মানিত করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊