প্রথম দফায় ৩০ কেন্দ্রের প্রার্থী কোথায় কে কে, হাড্ডা হাড্ডি ভোট লড়াই এক নজরে
রাজ্যে ৮ দফা ভোটগ্রহণের প্রথম দফার ভোটগ্রহণ ২৭শে মার্চ আগামীকাল শনিবার। প্রথম দফায় ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট হবে নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী। ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত ব্যস্ততা।
আগামীকাল যে ৩০ কেন্দ্রে ভোট সেই কেন্দ্র গুলির নাম ও প্রতিটি দলের প্রার্থী কে কে দেখা নেওয়া যাক এক নজরে-
পটাশপুর-
তৃণমূল কংগ্রেস- উত্তম বারিক,
বিজেপি- অম্বুজাক্ষ মাহান্তি,
সংযুক্ত মোর্চা- সৈকত গিরি
কাঁথি উত্তর-
তৃণমূল কংগ্রেস- তরুণ কুমার জানা,
বিজেপি- সুনীতা সিংহ,
সংযুক্ত মোর্চা- সুতনু মাইতি
ভগবানপুর-
তৃণমূল কংগ্রেস- অর্ধেন্দু মাইতি,
বিজেপি- রবীন্দ্রনাথ মাইতি,
সংযুক্ত মোর্চা- শিউ মাইতি
এগরা-
তৃণমূল কংগ্রেস- তরুণ কুমার মাইতি,
বিজেপি- অরূপ দাস,
সংযুক্ত মোর্চা- মানস কুমার করমহাপাত্র
খেজুরি-
তৃণমূল কংগ্রেস- পার্থপ্রতিম দাস,
বিজেপি- শান্তনু প্রামাণিক,
সংযুক্ত মোর্চা- হিমাংশু দাস
কাঁথি দক্ষিণ-
তৃণমূল কংগ্রেস- জ্যোতির্ময় কর,
বিজেপি- অরূপ কুমার দাস,
সংযুক্ত মোর্চা- অনুরূপ পণ্ডা
রামনগর-
তৃণমূল কংগ্রেস- অখিল গিরি,
বিজেপি- স্বদেশ রঞ্জন নায়েক,
সংযুক্ত মোর্চা- সব্যসাচী জানা
দাঁতন-
তৃণমূল কংগ্রেস- বিক্রম চন্দ্র প্রধান,
বিজেপি- শক্তিপদ নায়েক,
সংযুক্ত মোর্চা- শিশির পাত্র
গড়বেতা-
তৃণমূল কংগ্রেস- উত্তরা সিংহ,
বিজেপি- মদন রুইদাস,
সংযুক্ত মোর্চা- তপন ঘোষ
কেশিয়াড়ি-
তৃণমূল কংগ্রেস- পরেশ মুর্মু,
বিজেপি- সোনালি মুর্মু,
সংযুক্ত মোর্চা- পুলিনবিহারী বাস্কে
খড়গপুর-
তৃণমূল কংগ্রেস- দীনেন রায়,
বিজেপি- তপন ভুঁইঞা,
সংযুক্ত মোর্চা- শেখ সাদ্দাম আলি
শালবনি-
তৃণমূল কংগ্রেস- শ্রীকান্ত মাহাত,
বিজেপি- রাজীব কুণ্ডু,
সংযুক্ত মোর্চা- সুশান্ত ঘোষ
মেদিনীপুর-
তৃণমূল কংগ্রেস- জুন মালিয়া,
বিজেপি- শমিত দশ,
সংযুক্ত মোর্চা- তরুণ কুমার ঘোষ
ঝাড়গ্রাম-
তৃণমূল কংগ্রেস- বীরবাহা হাঁসদা,
বিজেপি- সুখময় শতপতি,
সংযুক্ত মোর্চা- তাপস সিনহা
নয়াগ্রাম-
তৃণমূল কংগ্রেস- দুলাল মুর্মু,
বিজেপি- বকুল মুর্মু,
সংযুক্ত মোর্চা- হরিপদ সোরেন
গোপীবল্লভপুর-
তৃণমূল কংগ্রেস- ডক্টর খগেন্দ্রনাথ মাহাত,
বিজেপি- সঞ্জিত মাহাত,
সংযুক্ত মোর্চা- প্রশান্ত দাস
বিনপুর-
তৃণমূল কংগ্রেস- দেবনাথ হাঁসদা,
বিজেপি- পলান সোরেন,
সংযুক্ত মোর্চা- দিবাকর হাঁসদা
বাঘমুন্ডি-
তৃণমূল কংগ্রেস- সুশান্ত মাহাত,
AJSU-আশুতোষ মাহাত,
সংযুক্ত মোর্চা- নেপাল মাহাত
বান্দোয়ান-
তৃণমূল কংগ্রেস- রাজীব লোচন সোরেন,
বিজেপি- পারসি মুর্মু,
সংযুক্ত মোর্চা- সুশান্ত বেসরা
বলরামপুর-
তৃণমূল কংগ্রেস- শান্তিরাম মাহাত,
বিজেপি- বানেশ্বর মাহাত,
সংযুক্ত মোর্চা- উত্তম ব্যানার্জি
বাঘমুন্ডি-
তৃণমূল কংগ্রেস- সুশান্ত মাহাত,
AJSU-আশুতোষ মাহাত,
সংযুক্ত মোর্চা- নেপাল মাহাত
জয়পুর-
তৃণমূল কংগ্রেস- উজ্জ্বল কুমার,
বিজেপি- নরহরি মাহাত,
সংযুক্ত মোর্চা- ফণীভূষণ কুমার
পুরুলিয়া-
তৃণমূল কংগ্রেস- সুজয় বন্দ্যোপাধ্যায়,
বিজেপি- সুদীপ মুখার্জি,
সংযুক্ত মোর্চা- পার্থপ্রতিম ব্যানার্জি
পারা-
তৃণমূল কংগ্রেস- উমাপদ বারুই,
বিজেপি- নদিয়া চাঁদ বাউরি,
সংযুক্ত মোর্চা- স্বপন বাউরি
মানবাজার-
তৃণমূল কংগ্রেস- সন্ধ্যা রানি টুডু,
বিজেপি- গৌরী সিং সর্দার,
সংযুক্ত মোর্চা- যামিনীকান্ত মান্ডি
কাশীপুর-
তৃণমূল কংগ্রেস- স্বপন কুমার বেলথারিয়া,
বিজেপি- কমলাকান্ত হাঁসদা ,
সংযুক্ত মোর্চা- মল্লিকা মাহাত
রঘুনাথপুর-
তৃণমূল কংগ্রেস- হাজারি বারুই,
বিজেপি- বিবেকানন্দ বাউরি,
সংযুক্ত মোর্চা- গণেশ বাউড়ি
শালতোড়া-
তৃণমূল কংগ্রেস- সন্তোষ মণ্ডল,
বিজেপি- চন্দনা বাউরি,
সংযুক্ত মোর্চা- নন্দদুলাল বাউড়ি
ছাতনা-
তৃণমূল কংগ্রেস- শুভাশিস বটব্যাল,
বিজেপি- সত্যনারায়ণ মুখার্জি,
সংযুক্ত মোর্চা- ফাল্গুনি মুখার্জি
রানিবাঁধ-
তৃণমূল কংগ্রেস- জ্যোৎস্না মান্ডি,
বিজেপি- ক্ষুদিরাম টুডু,
সংযুক্ত মোর্চা- দেবলীনা হেমব্রম
রাইপুর-
তৃণমূল কংগ্রেস- মৃত্যুঞ্জয় মুর্মু,
বিজেপি- সুধাংশু হাঁসদা,
সংযুক্ত মোর্চা- মিলন মান্ডি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊