Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতা পুরী ট্রেন হোলি উপলক্ষ্যে মেয়াদ বাড়ল স্পেশাল ট্রেনের



কলকাতা পুরী ট্রেন হোলি উপলক্ষ্যে মেয়াদ বাড়ল স্পেশাল ট্রেনের, 



একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ল। কারণ, একাধিক উৎসব। বিজ্ঞপ্তি জারি করে দোল উপলক্ষ্যে কলকাতা-পুরী-কলকাতা বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। 



দেখে নেওয়া যাক যেসকল স্পেশার ট্রেনের মেয়াদ বাড়লো:

১) ০৫০৪৮ গোরখপুর-কলকাতা স্পেশাল (রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।


২) ০৫০৪৭ কলকাতা-গোরখপুর (সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।


৩) ০৫০৫০ গোরখপুর-কলকাতা (বুধবার এবং শনিবার) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।


৪) ০৫০৪৯ কলকাতা-গোরখপুর (রবিবার এবং বুধবার) : আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ট্রেন।



৫) ০৫০৫২ গোরখপুর-কলকাতা (বৃহস্পতিবার) : আগামী ২৪ জুন পর্যন্ত ট্রেন চলবে।


৬) ০৫০৫১ কলকাতা-গোরখপুর (শুক্রবার) : আগামী ২৫ জুন পর্যন্ত চলবে ট্রেন।


৭) ০৫০৯৮ জম্মুতাওয়াই-ভাগলপুর স্পেশাল (মঙ্গলবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।


৮) ০৫০৯৭ ভাগলপুর-জম্মুতাওয়াই স্পেশাল (বৃহস্পতিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।


৯) ০৫০২৮ গোরখপুর-হাটিয়া স্পেশাল (প্রতিদিন) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।


১০) ০৫০২৭ হাটিয়া-গোরখপুর স্পেশাল (প্রতিদিন) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।




কলকাতা-পুরী আগামী শনিবার (২৭ মার্চ) রাত ১১ টা ৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে ট্রেন। পুরী পৌঁছাবে পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে। আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে দাঁড়াবে এই ট্রেন। ফিরতি পথে রবিবার (২৮ মার্চ) দুপুর ২ টোর সময় ট্রেন ছাড়বে। কলকাতায় পৌঁছাবে রাত ১১ টা ৫০ মিনিটে। আপ ট্রেনের (কলকাতা-পুরী) বুকিং শুরু হয়েছে আজ সকাল ৮ টা থেকে। ইন্টারনেট এবং কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। বিশেষ ট্রেনের বাড়তি ভাড়া ধার্য করা হবে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code