Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ কর্মসূচি বিজেপি প্রার্থী অশোক দিন্দার




ময়না 206 বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দা র জনসংযোগ কর্মসূচি


ময়না, পূর্ব মেদিনীপুর, সুজিত মন্ডল: 


ময়না 206 বিধানসভায় বিজেপি প্রার্থী অশোক দিন্দা আজ ময়নাতে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই জনসংযোগ কর্মসূচি ছিল ময়না 1-2 অঞ্চলে। এই অঞ্চলে বিভিন্ন বুথে বুথে বাড়িতে বাড়িতে বিভিন্ন ক্লাবে গিয়ে জনসংযোগ করেন। 



জনসংযোগ করতে গিয়ে আমাদের সাংবাদিকের কাছে বলেন আমি 21 বছর ক্রিকেট খেলেছি,মিশেছে ভারতের বিভিন্ন জনজাতির সঙ্গে,দেখিছি বিভিন্ন জায়গার উন্নতি । ময়না তে এসে দেখেছি ময়না অনেক পিছিয়ে আছে। ময়না তে অনেক কিছু উন্নতি করতে হবে। তাই ময়না র মানুষের পাশে দাঁড়াতে এসেছি।সোনার বাংলার পাশাপাশি সোনার ময়না তৈরি করতে হবে।


তিনি আরো বলেন, এখানে তৈরি করতে হবে ভালো হসপিটাল,ভালো রাস্তাঘাট,খেলার একটি ভালো অ্যাকাডেমি।ময়না মাছ চাষের জন্য বিখ্যাত তাই ময়না তে একটি,মৎস্য হাব, মৎস্য সংরক্ষণ কেন্দ্র,ভালো বাজার,পান চাষে বিখ্যাত ময়না তে পানের একটি ভালো বাজার তৈরি করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code