‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসের 'বড় স্বপ্নগুলোর একটি' সত্য হলো





শুক্রবার ‘স্প্রিন্টার কুইন’ হিমা দাসকে (Hima Das) অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়। নিয়োগপত্র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।




হিমা জানান- "আমি খুব খুশি যে আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি আজ সত্যি হয়েছে । ডিএসপি হতে পেরে আমি গর্বিত..."





প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন অসমের মেয়ে হিমা দাস৷




দিনকয়েক আগেই তাঁকে ডিএসপি করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তের প্রশংসা করেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী কিরণ রিজুজুও।