১১দফা দাবি নিয়ে জেলাশাসককে বিজেপির ডেপুটেশনে ধুন্দুমার



বিজেপির পূর্ব বর্ধমান জেলাশাসক দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ঘিরে দুন্ধুমার পরিস্থিতি শুক্রবার।বর্ধমানের ঘোড়দৌড় চোটি এলাকায় বিজেপির জেলা অফিস থেকে এদিন মিছিল করে জেলা শাসক দপ্তর আসেন বিজেপি কর্মীরা। রাস্তায় কোর্ট কোম্পাউন্ড চত্বরে পুলিশ তাদের ব্যারিকেড করে আটকায়। সেখানেই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা। 




জেলাশাসকদপ্তরে গিয়ে হাজির হলে। দপ্তরের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। বিজেপি কর্মীরা গেটে সামনে বসে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে ৪ জনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। মোট১১ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় এদিন।তার মধ্যে মূলত আইনশৃঙ্খলার অবনতি, বালি চুরি, কয়লা চুরি, টাকা নিয়ে কলেজে নিয়োগ, দিনের পর দিন জেলার বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ কর্ম বৃদ্ধি, বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার সহ অন্যান্য দাবি তুলে ধরেন তাঁরা বলেন রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দোপ‍্যাধ‍্যায়।





এদিনমিছেলের নেতৃত্ব দেন বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক তাছারাও ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী,জেলা সম্পাদক সুনিল গুপ্তা সহ অনান‍্য ।এদিন এই মিছেলে মহিলা মোর্চার নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।