কোভিড বিধি মেনে, ৮দফায়, ভোটদানে সময় বাড়লো ১ঘন্টা সহ নির্বাচন কমিশনের একাধিক ঘোষনা
বিধানসভা নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের দিনক্ষণ ঘোষনা করবে নির্বাচন কমিশন। বিকেল সাড়ে ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করছেন নির্বাচন কমিশন।পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে।
জেনে নিন কিছু উল্লেখযোগ্য পয়েন্ট:
করোনা আবহে ভোটারদের স্বাস্থ্যের দিকে নজর দিয়েই নির্বাচন।
করোনা কালে সতর্কতা অবলম্বন করেই ভোট হবে।
নিরাপত্তা ও স্বাস্থ্য-সুরক্ষায় জোর দিয়ে ভোট হবে।
কেরলে ১৪০ আসনে ভোট, পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন , তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট, আসমে ১২৬ আসনে ভোট, বাংলায় ২৯৪ আসন
প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্র গ্রাউন্ড ফ্লোরে হবে।
‘পশ্চিমবঙ্গে ২০২১ সালে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। ২০২১ সালে পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের সংখ্যা ১,০১,৯১৬টি। ২০১৬ সালে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৭,৪১৩টি।
করোনা আবহে ভোটদানের সময় এক ঘণ্টা বাড়ল।
বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন।
সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে।
অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা
‘পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য ২ জন বিশেষ পুলিশ অবজার্ভার।
‘মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজার্ভার।’
‘পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার’
মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ২ জন
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক
রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি
ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে’
‘ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।’
বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ।
পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার বিকল্প ৮০ বছরের বেশি ভোটারদের।
প্রয়োজনীয় সংখ্যায় আধা সামরিক বাহিনী থাকবে স্পর্শকাতর বুথগুলিতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊