মোতেরার নাম বদলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিয়ে মোদীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী
বুধবার বিশ্বের বৃহত্তম নব নির্মিত স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। একটা সময় আহমেদাবাদের এই স্টেডিয়ামটির নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। যা পরিবর্তন হয়ে এখন নতুন নামে পথ চলা শুরু করলো এই স্টেডিয়াম। শুধু মোতেরা নয় বস্তুত, এর আগে দেশের একাধিক সৌধের নাম বদলের নজির আছে। কংগ্রেস আমলে বহু সৌধের নাম হয়েছে নেহেরু-গান্ধী পরিবারের সদস্যদের নামে। কিন্তু, ক্ষমতায় থাকাকালীনই কোনও প্রধানমন্ত্রীর নামে এভাবে স্টেডিয়ামের নামকরণ নজিরবিহীন। আর এই নাম পরিবর্তন নিয়ে তীব্র কটাক্ষ করছে বিরোধী শিবির।
মোতেরা স্টেডিয়ামের এই নামবদল নিয়ে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে আম আদমি পার্টি সহ একাধিক বিরোধী দল। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বোঝানোর চেষ্টা করেন, তিনি যে এই সরকারকে ‘হম দো, হমারে দো’ সরকার বলে তোপ দেগেছিলেন, সেটাকেই সত্যি প্রমাণ করল বিজেপি। বললেন, “সত্যিটা খুব সুন্দরভাবেই প্রকাশ পেল। নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আদানি এন্ড, রিলায়েন্স এন্ড এবং দায়িত্বে জয় শাহ। হোম দো হামারে দো।”
এদিকে জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইলেক্ট্রিক স্কুটি করে নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে সাংবাদিক =দের মুখোমুখি মোদী সরকারকে নিয়ে তীব্র কটাক্ষ করেন। মোতেরা স্টেডিয়ামের নাম বদল নিয়ে তিনি বলেন, “সবটাই নিজের নামে করে নিচ্ছে। স্টেডিয়ামের নামও পালটে দিচ্ছে।” মমতার আক্রমণ, “মহাত্মা গান্ধী, নেতাজি, বাবাসাহেব আম্বেদকর সবার নাম বদলে দেবে। দেশের সব রাস্তাঘাটের নাম বদলে দেবে। কবে হয়তো দেশের নামটাও বদলে দেবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊