পিএনবি-তে কর্মী নিয়োগ, এখনি আবেদন করুন
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এর অধীনে গোটা দেশজুড়ে বিভিন্ন সার্কেলে নেওয়া হবে পিওন। তার বিজ্ঞপ্তি বেড়িয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থী অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে।
কলকাতা সার্কেলে শূন্যপদ- ২৭ (জেনারেল-১২, ওবিসি-৯, এসসি-৫, এসটি-১)
আবেদনের শেষ তারিখ- ৫ মার্চ
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল যোগ্যতামান । গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে না।
বয়স- ১ জানুয়ারি ২০২১-এ ১৮ থেকে ২৪ বছর। (এসসি-এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছরের ছাড়)
আবেদন পদ্ধতি- অফলাইন
ফর্ম পাওয়া যাবে- https://www.pnbindia.inওয়েবসাইটে
ফর্ম জমা- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা নর্থ সার্কেলের অফিস
ফর্ম ডাউনলোড করে সেটি ফিল-আপ করে ও যাবতীয় প্রয়োজনীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা নর্থ সার্কেলের অফিসে।
বিস্তারিত জানতে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊