চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, এক যাত্রীর মৃত্যু
অন্ধ্রপ্রদেশে চলন্ত যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আনাকাপালি জেলার ইয়ালামানচিলি রেলওয়ে স্টেশনের কাছে টাটানগর–এর্নাকুলম এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লেগে যায়। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে ট্রেনের বি–১ এসি কোচে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের এম–২ এসি কোচে। আগুনের ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়তেই যাত্রীরা চেন টেনে ট্রেনটি থামান। দ্রুত ট্রেনের দুটি কামরা খালি করে ফেলা হয়। ওই সময় বি–১ কোচে ৮২ জন এবং এম–২ কোচে ৭৬ জন যাত্রী ছিলেন। ছুটির মরশুমে দুই কামরাতেই দেড় শতাধিক যাত্রী সফর করছিলেন।
অগ্নিকাণ্ডে বি–১ এসি কোচটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। পুলিশ জানায়, রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে। তল্লাশি চালিয়ে বি–১ কোচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যাত্রীর নাম চন্দ্রশেখর সুন্দরম।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি কোচকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। বাকি অংশ নিয়ে ট্রেনটি এর্নাকুলামের উদ্দেশে রওনা দেয়। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
আগুন লাগার সঠিক কারণ জানতে দুটি ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই মর্মান্তিক ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊