রাজ্যে নির্বাচনের দিনক্ষন ঘোষনা হতেই সর্ব দলীয় বৈঠকে করলেন জেলাশাসক এনাউর রহমান





শনিবার বর্ধমান জেলা শাসকের সভাকক্ষে সর্বদলীয় বৈঠক সারেন এনাউর রহমান।বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন এডিএম, এস ডিও,সহ্য অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ও সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা।




সর্বদলীয় বৈঠক থেকে বাইরে বেড়িয়ে এসে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন বাম দলের প্রতিনিধি অপূর্ব চ্যাটার্জি। বাম নেতা অপূর্ব চ্যাটার্জি সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন শুক্রবার নির্বাচন ঘোষনার পর বর্ধমান পৌরসভার একটি ঘড়ে পি কের টিমের সাথে বৈঠক করেন তৃণমূল নেতারা।এবিষয়ে ঘোড় বিরোধিতা করেন বাম নেতারা। যদিও এই অভিযোগ স্বীকার করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিহারেন্দু আদিত্য ঘটনার কথা স্বীকার করে নিয়ে, বলেন,  বিরোধীদের জানা ছিল না বৈঠকের দিন আমাদের আগের থেকেই নির্ধারণ করা ছিল। 




শুক্রবার বিকেলে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক সুনিল অরোরা বিধানসভা ভোটের দিন ঘোষণা করেন ,এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন।এদিন বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। 



এই দিনের সর্বদলীয় বৈঠকের উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিজেপি ও বাম দলের প্রতিনিধিরা। বৈঠকে বিরোধীরা জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক এনাউর রহমানের কাছে আবেদন করেন,যাতে করে ভোটের আগে প্রচার ,মানুষকে সঠিক ভাবে ভোট দিতে দেওয়া ,এছারাও সন্ত্রাস মুক্ত পরিবেশ রাখা সহ নির্বাচনী বিধি মেনে চলতে হবে ।