ময়না তে বিজেপির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবার সেলের উদ্যোগে স্বাস্থ্য মেলা





পূর্ব মেদিনীপুর জেলার ময়না তে পশ্চিম মণ্ডলের রাধা বল্লভ চক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা সেলের উদ্যোগে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রক্তদান শিবির, সুগার টেস্ট, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা করা হয়।এই স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হয় প্রায় 500 জন গ্রামবাসী। ব্লাড ডোনেশন করেন প্রায় 70 জন্।




এই স্বাস্থ্য শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দল সফলতম বোলার অশোক দিন্দা ও বিজেপি রাজ্য স্বাস্থ্য সেলের কনভেনার অর্চনা মজুমদার সহ জেলা ও বিধানসভার বিশিষ্ট নেতা নেত্রীরা। 



 
নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ময়না থানার পুলিশ অফিসার এই স্বাস্থ্য শিবির বন্ধ করার নির্দেশ দিলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু কাল বিষয়টি নিয়ে বিডিও অফিসে আলোচনা হবে বলে তখনকার মতন বিষয়টি মিটিয়ে নেওয়া হয়।।