Latest News

6/recent/ticker-posts

Ad Code

'মা কিচেন'-র পাল্টা বিজেপির 'মাছে ভাতে বাঙালি', একদম বিনামূল‍্যে!




'মা কিচেন'-র পাল্টা বিজেপির 'মাছে ভাতে বাঙালি', একদম বিনামূল‍্যে! 




সামনেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচনে ভুরি ভোজ একটা অন‍্যতম হাতিয়ার হয়েই দাড়ালো বলে মনে হচ্ছে। কিছুদিন আগেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ‍্যায় 'মা কিচেন' প্রকল্পের আরম্ভ করেন। এবার তার পাল্টা দিয়ে বিজেপি আরম্ভ করলো 'মাছে ভাতে বাঙালি'। সোমবার পূর্ব মেদিনীপুর থেকে এই প্রকল্প শুরু হয়। 



ভোটের মুখে মাত্র পাঁচ টাকায় আপামর জন সাধারনের মধাহ্নভোজনের ব‍্যবস্থা করেন মমতা বন্দোপাধ‍্যায়। পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত। ডিম- ভাতের সাথে থাকছে ডাল ও সবজিও। কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই এই বন্দোবস্ত হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ”পরীক্ষামূলকভাবে আপাতত চালু হল। পরে ধীরে ধীরে গোটা রাজ্যেই শুরু হয়ে যাবে।”




তার পাল্টা দিয়ে বিজেপি ভোটের আবহে বিনামূ্ল‍্যে ভোজের ব‍্যবস্থা করলো। সোমবার পশ্চিমমেদিনীপুরে বিজেপির এই 'মাছে ভাতে বাঙালি'-তে সাধারন মানুষসহ স্থানীয় বিজেপি নেতারাও দুপুরের আহার সাড়েন। বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আগামী দিনে বিভিন্ন এলাকায় এই ‘মাছে ভাতে বাঙালি’ অনুষ্ঠান করা হবে বলে জানান বিজেপি নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code