Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩১শে জানুয়ারি প্রাইমারি TET এর ADMIT CARD DOWNLOAD কিভাবে করবেন, জেনে নিন




৩১শে জানুয়ারি প্রাইমারি TET এর ADMIT CARD DOWNLOAD কিভাবে করবেন, জেনে নিন





প্রাইমারি টেট ২০১৭ এর পরীক্ষা ৩১শে জানুয়ারি নির্ধারিত হয়েছে, আগামী ৩১শে জানুয়ারি দুপুর ১টায় হতে চলেছে প্রাইমারি টেট l

এই টেট এর এডমিট কার্ড ডাউনলোডের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা দপ্তর l

কিভাবে ডাউনলোড করবেন এডমিট দেখে নিন --

প্রথমে, 
www.wbbpe.org 
অথবা http://wbbprimaryeducation.org 
ওয়েবসাইটে গিয়ে "Download my tet-2017admit card " ক্লিক করুন, এখানেA অথবা B অপসনে গিয়ে জেলা, অনলাইন এপ্লিকেশন নম্বর, নাম ও জন্ম তারিখ সাবমিট করতে হবে l

এরপরে প্রিন্ট আউট বের করে নিন l

এপ্লিকেশন করার সময় যে নাম ও জন্ম তারিখ দিয়েছেন তা ভুল দিলে এডমিট ডাউনলোড হবে না l

পরীক্ষার দিন এই ডাউনলোড করা এডমিট নিয়ে যাওয়া অবশ্যক l

পরীক্ষার্থীদের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ রয়েছে l

এডমিট ডাউনলোডে কোনো অসুবিধা হলে হেল্প লাইন নম্বর 8902081201যোগাযোগ করা যাবে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code