গঙ্গাজলঘাঁটিতে চায়ে-পে চর্চায় সাংসদ সৌমিত্র খাঁ
SER-23,বাঁকুড়া,২৩ ডিসেম্বর: গত সোমবার সহধর্মিণী সুজাতা মন্ডল ঘাসফুল শিবিরে যোগদান করায় কিছুটা হলেও ভেঙে পড়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । কিন্তু শেষমেষ সবকিছু কাটিয়ে উঠে আজ সকালে নিজ ব্লক বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে খোশ মেজাজে যোগদান করলেন চায়ে-পে চর্চায় ।
এদিন দেখা করলেন,কথা বললেন দলীয় কর্মীসাথীদের সাথে। পাশাপাশি চায়ে-পে চর্চার এই অনুষ্ঠান থেকে নাম না করে শাষকদল ও বামেদের কটাক্ষ করে বলেন, দীর্ঘ ৩৪বছরে ও ১০বছরে যুবকদের স্বপ্ন শেষ করা হয়েছে এবং এই স্বপ্নকে ফিরিয়ে আনার জন্য এবং সোনার বংলা গড়ার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামিল হয়ে আমরা জীবনে থাকা শেষ রক্ত পর্যন্ত লড়াই করে যাব ।
সেইসাথে আসন্ন নির্বাচনে ২৯৪টির মধ্যে ২২০টি আসন দখল কথা বলেন তিনি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊