মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম যুবক-যুবতি 



মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরতর আহত হয় এক যুবক ও এক যুবতি। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান উল্লাস নন্দীনি কমপ্লেক্সে সামনে জিটি রোডের উপর বুধবার রাত্রে দুর্ঘটনাটি ঘটে । উল্লাস থেকে বর্ধমান শহরের ভিতর বাইকে করে যাচ্ছিলেন ওই দুই যুবক যুবতি । সে সময়েই দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা। 


তবে, ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে,  দুর্ঘটনাগ্ৰস্থ অবস্থায় দুজনকেই রাস্তায় পরে কাতরাতে দেখেন পথচারিরা। সম্ভবত দাড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে বাইকটি ধাক্কা মারে। তাঁদের দেখতে পেয়ে তৎক্ষণাৎ স্থানীয়রা ওই দুজনকে উদ্ধার করে পাশ্ববর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।



খবর পেয়ে ঘটনাস্থলে যান বর্ধমান ট্রাফিক ওসি এবং পরিস্থিতি সামাল দেন এবং প্রাথমিক চিকিৎসার ব‍্যাবস্থা করেন। এদিন এই রাতে ওই রাস্তায় স্ট্রিট লাইটগুলো সম্পূর্ণ বন্ধ ছিলো,সেইসঙ্গে কুয়াশার জন‍্য দৃশ‍্যমানতা কম ছিলো। লাইট কেনো অফ ছিলো প্রশ্ন তুলেছেন ঘটনাস্থলে থাকা লোকজনরা। হয়তো এই লাইট অফ থাকার কারণেই দুর্ঘটনা আশঙ্কা অনেকের। অন্যদিকে কুয়াশার দাপটেও এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন অনেকে।