লাল লিপস্টিকে রাঙা ঠোঁটে কাছের মানুষকে চুম্বন ঋতাভরীর
লাল লিপস্টিকে রাঙা ঠোঁটে কাছের মানুষের জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। করলেন চুম্বনও। ভালোবাসার মানুষকে আদর এর তার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।
ঋতাভরীর এই কাছের মানুষটি হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ১৮ ডিসেম্বর ৫৭ তম জন্মদিনে হলিউড তারককে চুম্বনে ভরিয়ে দিয়েছেন ঋতাভরী। ঋতাভরী নিজেও সেজেছেন খুব সুন্দর সাজে লাল লিপস্টিকে।
তবে ব্র্যাড পিট আসেননি কলকাতায় আর ঋতাভরীও যাননি আমেরিকায়। প্রিয় অভিনেতার একটি পুতুলে চুমু খেয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও পোস্ট করে ঋতাভরী লিখেছেন ''শুভ জন্মদিন আমার ভালবাসা #Brad Pitt। আমি এই মানুষটির জন্য পাগল, আর এটা কোনও বিষয় নয়। আমি যখন এই টাইলার ডারডেন (Tyler Durden) অ্যাকশন চরিত্রটি দেখেছিলাম, তখন আমি আমার উত্তেজনা আমার মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আপনি ঠিক শুনেছেন - আমার মা''।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊