Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরে পরিযায়ী পাখিদের আনাগোনা




উত্তরে পরিযায়ী পাখিদের আনাগোনা 


শীতের রেশ পড়তে না পড়তেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছেন জটিলেশ্বর মন্দিরের সরোবরে। এখন সেখানেই অস্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছে পরিযায়ী পাখিদের। মূলত সাইবেরিয়াসহ অন্যান্য দেশগুলো থেকে অতিথি পাখিরা প্রতি বছর শীতের সময়ে দলবেঁধে উড়ে আসে ময়নাগুড়ি ব্লকের অন্যতম শৈব তীর্থ জটিলেশ্বর মন্দিরের সরোবরে । 


এ বছরেও শীত পড়তে না পড়তেই শামুকখোল, তিতির , বালি হাঁসের মতো বিভিন্ন প্রজাতির পাখিরা পাড়ি জমিয়েছে এখানে। মূলত ঠান্ডা মরসুমে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা শীতপ্রধান দেশ গুলি থেকে কয়েক হাজার মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে উড়ে আসে। এরপর শীতের কয়েকটা মাস ও স্থায়ীভাবে বসবাস করতে দেখা যায় এই অতিথি পাখিদের । আবার শীতের শেষে পুনরায় দেশে ফিরে যায়। 



বর্তমানে এই পরিযায়ী পাখিদের গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে জটিলেশ্বর মন্দির চত্বর । সকাল-বিকেল দুপুর সব সময় ঝাকে ঝাকে দলবদ্ধভাবে পাখিদের উড়তে দেখা যাচ্ছে। যা অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে মন্দিরে আগত দর্শনার্থী এবং স্থানীয় মানুষদের কাছে। ময়নাগুড়ি ব্লকের অন্যতম প্রাচীন শৈব তীর্থ প্রসিদ্ধ দেশ-বিদেশের বহু মানুষের কাছে । বছরের বিভিন্ন সময়ে বহু মানুষ এখানে পুজো দিতে এবং ভ্রমণের জন্য আসেন। তবে শীত মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা ভ্রমণপিপাসু এবং দর্শনার্থীদের কাছে প্রধান প্রতিবছর আকর্ষণ এর বিষয় হয়ে দাঁড়ায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code