Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেমব্রিজ ডিকশনারিতে স্থান পেল 'আচ্ছা'!



কেমব্রিজ ডিকশনারিতে স্থান পেল 'আচ্ছা'! 


ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের কথাবার্তায় ব্যবহৃত শব্দ 'আচ্ছা' শামিল হল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য কেমব্রিজ ডিকশনারিতে। প্রতি বছর বহুল ব্যবহৃত শব্দ গুলি কেমব্রিজ ডিকশনারিতে স্থান পায়। সেই মতো কেমব্রিজ ডিকশনারির ভাষাবিদরা এবছর 'আচ্ছা' শব্দটি শামিল করালেন ডিকশনারিতে। 


ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের কথাবার্তায় ব্যবহৃত একটি উল্লেখ যোগ্য শব্দ 'আচ্ছা'। যেকোনো কথার শেষে ভারতীয়রা সম্মতি জানাতেও আচ্ছা কথাটা অনায়াসে ব্যবহার করে। বাংলাতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। তা আমরা জানি। 



আচ্ছা উর্দু ভাষায় সবচেয়ে প্রচলিত শব্দ। উর্দুর পাশাপাশি হিন্দি, পঞ্জাবি, পুস্তু, বালুচি ও বাংলা সহ বিভিন্ন ভাষায় এই শব্দের ব্যবহার হয়ে থাকে। কেমব্রিজ ডিকশনারিতে 'আচ্ছা' এর অর্থ খুশি ও বিস্ময় জানাতে ব্যবহৃত হয়ে থাকে বলে জানানো হয়েছে। ডিকশনারি এই শব্দ ব্যবহারের পদ্ধতিও জানানো হয়েছে।


কেমব্রিজ ডিকশনারিতে 'আচ্ছা' শব্দটি যুক্ত হওয়ায় সোস্যাল মিডিয়া ইউজাররা তাঁদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন।এর আগে 'হুমম্' ও 'ওহো'-র মতো শব্দকেও কেমব্রিজ ডিকশনারিতে যুক্ত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code