শীতের কম্বল ও ফুটবল তুলে দেওয়ার কাজে এগিয়ে আসল লাল হলুদ ক্রিড়া নিকেতন
শীতের কম্বল ও ফুটবল তুলে দেওয়ার কাজে এগিয়ে আসল লাল হলুদ ক্রিড়া নিকেতন ।পরিচালনায় ইষ্ট বেঙ্গল ক্লাব কলকাতার সদস্য বৃন্দ জলপাইগুড়ি ইউনিট। সহযোগিতায় abpc club।
বৃহস্পতিবার একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বপ্ন তরুণের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের হাতে শীতের কম্বল তুলে দিল ইষ্ট বেঙ্গল জুনিয়র উত্তরবঙ্গের লিয়াজো ম্যানেজার তথা ইষ্ট বেঙ্গল কলকাতার সদস্য সৌমিক মজুমদার ও রবীন মজুমদার।
এছাড়াও আজ থেকে abpc club এ শুরু হওয়া কোচিং নেওয়া পনেরো জন ফুটবলারদের ফুটবল তুলে দেওয়া হয়। বর্তমান যুগে যে সমস্ত ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত,সেই সমস্ত ছেলেদেরও এখানে কোচিং সামান্য খরচে দেওয়া হবে বলে উত্তরবঙ্গের লিয়াজো ম্যানেজার সৌমিক মজুমদার জানিয়েছেন।
এখানে উপস্থিত ছিলেন উদয় শঙ্কর বসাক, ,দুলাল কুমার দাস,সৌভিক দত্ত,কৌস্তভ বোস,রমেন সরকার, বীজন চক্রবর্তীঅশোক কুমার দাস,সুকান্ত ভাওয়াল সহ অন্যান্যরা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊