রাজ্যে ইনফোসিস, ২০টি আইটি, স্টার সিমেন্টের ইউনিট
বছর শেষে রাজ্যে বিপুল কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বছর শেষে রাজ্যে বিপুল কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগের বিষয়েও উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সিলিকন ভ্যালি গড়তে দেওয়া ১০০ একর জমির কথা মনে করিয়ে দেন।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ‘২০টি আইটি সংস্থা সিলিকন ভ্যালিতে জমি চেয়েছিল। কর্মসংস্থানের জন্য আগে ১০০ একর জমি দিয়েছিলাম।' পাশাপাশি মুখ্যমন্ত্রী জানালেন, সিলিকন ভ্যালিতে আরও ১০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উইপ্রো রাজ্যে নতুন প্রকল্প শুরু করছে। নতুন প্রকল্পের কাজ শুরু করবে ইনফোসিস-ও। মুখ্যমন্ত্রী জানান,'২০টি আইটি শিল্পকে জমি দেওয়া হল। আজ মন্ত্রিসভায় ছাড়পত্র দেওয়া হয়েছে। ওখানে সহযোগী শিল্পও গড়ে উঠবে। এতে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।'
জলপাইগুড়িতে স্টার সিমেন্টের বড় প্রকল্প খুলতে চলেছে সেক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বকেয়া খাজনায় জুন পর্যন্ত সুদ দিতে হবে না। সরকারের তরফে ৬১৭টি মেলা, প্রদর্শনী করা হবে। এর ফলে ৩.৬৪ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সরকারি মেলা, প্রদর্শনীতে ১৫৬কোটির কেনাবেচা হবে। স্বচ্ছতা মেনে কাজ করতে হবে, কোথাও পিছিয়ে নেই। ইতিমধ্যেই ৪টি পকসো কোর্ট, আরও ৭টি তৈরি হবে। রাজ্যজুড়ে ৪০টি পকসো আদালত তৈরির পরিকল্পনা।'
পাশাপাশি এদিন তিনি মাঝের হাট ব্রিজের নাম বদলের কথাও জানালেন। মাঝেরহাট ব্রিজের নাম পরিবর্তন করে জয়হিন্দ নাম রাখা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, 'মাঝেরহাট ব্রিজের নাম বদলে রাখা হচ্ছে জয় হিন্দ ব্রিজ।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊