ডিসলেক্সিয়া শিশুদের জন্য অ্যাপস তৈরি করে নাসার আমন্ত্রিত বর্ধমানের সৌরদীপ
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ
পড়ার অসুবিধা সম্পন্ন শিশুদের জন্য A B C D এবং 1 2 3 4 শিক্ষা সংক্রান্ত অ্যাপস তৈরি করে বিশ্বসেরা নাসা সংস্থায় আমন্ত্রিত হলো বর্ধমানের সেমফোর্ড ফিউটারেস্টিকস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরদীপ সরকার।
আজ এক সাংবাদিক সম্মেলনে সেমফোর্ড ফিউটারেস্টিকস স্কুলের প্রিন্সিপাল মিস্টার এস স্টিফেন রাজ ,এডুকেশন ওয়ার্ল্ডের বিচার অনুযাযী আমাদের এই সেমফোর্ড ফিউটারেস্টিকস স্কুলকে বর্ধমানের মধ্যে প্রথম স্থানাধিকারী স্কুল হিসাবে চিহ্নিত করেছে। এছাড়াও এস ও এফ অলিম্পিয়ার্ড পরীক্ষায় জেলার মধ্যে সেরা স্কুল হিসাবে বিবেচিত হয়েছে বর্ধমান সেমফোর্ড ফিউচারেস্টিক স্কুল। ইতিমধ্যেই এই স্কুল সি বি এস সি- এর অনুমোদন পেয়েছে।
স্কুলের প্রিন্সিপ্যাল এ স্টিফেন রাজ জানিয়েছেন, সেমফোর্ড ফিউটারেস্টিক স্কুল বর্ধমান, শুধুমাত্র ক্লাসরুম শিক্ষায় সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের এমনভাবে গড়ে তোলাহয় যাতে তারা ভবিষ্যতের সুনাগরিক হতে পারে। এই পরিবর্তনশীল সমাজে ছাত্রছাত্রীরা যেন শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হয় এবং তাদের নিজস্ব প্রতিভাকে বিকশিত করে তাদের ভবিষ্যৎ বাধা বিপত্তি কাটিয়ে স্বনির্ভরশীল হয়ে ওঠে।
অন্যদিকে পড়ার অসুবিধা শিশুদের জন্য অ্যাপস তৈরী করে বিশ্বের নজরে বর্ধমানের সৌরদীপকে সম্বর্ধনা দিলো স্কুল কতৃপক্ষ। মৌমিতা জানিয়েছেন, সৌরদীপ এই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ডিসলেক্সিয়া শিশুদের জন্য একটি অ্যাপস তৈরি করে।এই অ্যাপস এর মাধ্যমে পড়ার অসুবিধা সম্পন্ন শিশুরা সহজেই A B C D এবং 1 2 3 4 শিখতে পারবে।
ইতিমধ্যেই গুগল সৌরদীপের এই এ্যাপস নিয়ে ভূয়সী প্রশংসা করেছে। শুধু গুগলই নয়, ইতিমধ্যেই নাসা থেকেও সৌরদীপকে আমন্ত্রীত করেছে।গোটা বিশ্বের ক্ষুদে এই কমপিউটার বিশেষজ্ঞদের নিয়ে যে ১২জনের তালিকা তৈরী করেছে তাতে ঠাঁই নিয়েছে সৌরদীপ। করোনা সংক্রান্ত পরিস্থিতি তৈরী না হলে মার্চ মাসেই আমেরিকার সিলিকন ভ্যালিতে এই বিষয়ে বিশেষজ্ঞদের মুখোমুখি হতে হত সৌরদীপকে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য ওই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। মৌমিতা জানিয়েছেন, ইতিমধ্যেই সৌরদীপের এই এ্যাপস গুগলের প্লে স্টোরে স্থান পেয়েছে। যা তাঁদের স্কুলেরও গৌরব বাড়িয়ে দিয়েছে।
ডিসলেক্সিয়া শিশুদের জন্য অ্যাপস তৈরি করে নাসার আমন্ত্রিত বর্ধমানের সৌরদীপ
Posted by Sangbad Ekalavya on Sunday, November 29, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊