কলেজ ও বিশ্ববিদ্যালয় কবে খুলছে? জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 



করোনা সংক্রমণের জেরে এবছরের মার্চ থেকেই বন্ধ রাজ্যের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় গুলি। এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বরেই খুলে যেতে স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয়। তবে ফের এবার সিদ্ধান্ত বদলের কথা শোনালেন তিনি। রবিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ডিসেম্বর মাস থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে না বলেই জানা গেছে।

 
এদিন শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের করোনা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। দিনের পর দিন চলছেই সংক্রমণ। কলেজ, বিশ্ববিদ্যালয় খুললে সংক্রমণের সম্ভাবনা আরও কয়েক গুণ বাড়তে পারে।  তা ছাড়া বিশ্ববিদ্যালয় খোলা হলে হস্টেলগুলিও খুলতে হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে আবাসিক পড়ুয়াদের কীভাবে হস্টেলে রাখা হবে তা নিয়ে কোনও রূপরেখা এখনও তৈরি হয়নি। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে অনলাইন ক্লাসের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, স্নাতকে সেমিস্টার অনুযায়ী অনলাইনেই পরীক্ষা নেওয়ার কথাই জানালেন তিনি। 



করোনা আবহের জেরে এবারের প্রথম বর্ষের অনলাইনেই হয়েছে। তবে এখনও বেশ কিছু কলেজে আসন ফাঁকা থাকায় ফের ভর্তি প্রক্রিয়া চালানোর কথা জানালেন শিক্ষামন্ত্রী। তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত কলেজের ওপরেই ছেড়েছেন তিনি।এদিকে, এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২১ নিয়েও ঘোর চিন্তায় পড়ুয়ারা, এখনও প্রকাশ করা হয়নি পরীক্ষা সূচী।


নতুন বছরে জানুয়ারি মাসে ফের উপাচার্যদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে বসবে রাজ্য। কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে রাজ্য কী ভাবছে সে ব্যাপারে আলোচনা হবে ওই বৈঠকে।