উত্তরের বিক্ষুব্ধ তৃণমূলকে এক করবার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর পোস্টার নয়তো!
গত লোকসভায় উত্তরে কার্যত ধ্বস নামে তৃণমূল কংগ্রেসের। তারপর সেই ধ্বস সামলাতে নামানো হয় পিকে বাহিনী। শুরু হয় দিদিকে বলো কর্মসূচী। আসলে দিদিকে বলো কর্মসূচী ছিলো ফিল্ড সার্ভে। যার দ্বারা উত্তরের সাধারণ মানুষের অভাব অভিযোগ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হয় পিকে টিম তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর নানান ভাবে উত্তরবঙ্গে দলকে একদিকে সংঘবদ্ধ করবার চেষ্টা করা হয়, তেমনি আবার অপরদিকে সাধারণ মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এমন পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর নাম বার বার উঠে আসছে। অনেকেই ভাবছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদিতে চলেছে । কিন্তু যে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীকে তেমন দেখা যায়নি এতদিন হঠাৎ করে সেই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর একক ব্যানার রহস্য অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।
উত্তরের একদম সীমান্তবর্তী শহর দিনহাটা থেকে মালদা-সর্বত্র হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর ব্যানার কেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন- উত্তরবঙ্গে যারা তৃণমূল কংগ্রেস দলকে ভালোবাসে কিন্তু নানান কারনে দলের প্রতি ক্ষোভ রয়েছে তাঁদের একত্রে করবার জন্যই ২১ এর নির্বাচনের আগে এটা একটা মাস্টার প্ল্যান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊