স্থায়ীকরণ এবং বন সহায়ক পদে নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ - আজ সপ্তম দিন 

স্থায়ীকরণের দাবীতে অরণ্য বন্ধুদের বিক্ষোভ আন্দোলন শনিবার ষষ্ঠ দিনে অতিক্রম করলো। ইতিমধ্যে তিনজন আন্দোলনকারী অসুস্থ হলেও স্বাস্থ্য দপ্তরের কোনো মেডিকেল টিম এসে সাক্ষাৎ করেনি তাদের সাথে বলে অভিযোগ। 


উত্তরবঙ্গের জন্য বন দপ্তরের কাজে 141 জন অরণ্য বন্ধু নিয়োগ করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ। 

পাশাপাশি বন সহায়ক পদে নিয়োগের দাবিতে তারা লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন জলপাইগুড়ি অরণ্য ভবনের সামনে। এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক এসে তাদের সাথে কথা বলেননি বলেও অভিযোগ করলেন আন্দোলনকারীরা।