Latest News

6/recent/ticker-posts

Ad Code

যেতে হবে না ব্যাঙ্ক বা পোস্ট অফিসে-ঘরে বসেই পেয়ে যান Jeevan Pramaan certificate

যেতে হবে না ব্যাঙ্ক বা পোস্ট অফিসে-ঘরে বসেই পেয়ে যান Jeevan Pramaan certificate




করোনা আবহে এক বড় সিদ্ধন্ত কেন্দ্র সরকারের। করোনায় সব থেকে বেশি আক্রান্তের সম্ভাবনা শিশু এবং বয়স্কদের। আর তাই বয়স্কদের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহন কেন্দ্রের। পেনশন প্রাপকের সব দুশ্চিন্তার অবসান। নিজের জীবন প্রমানের সার্টিফিকেটের জন্য বাড়িতে বসেই অনলাইনে ব্যবস্থা করা যাবে। 


সাধারণত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট অর্থাৎ নিজের বেঁচে থাকার প্রমাণ পত্র জমা করতে হয়। এর জন্য যেতে হতো ব্যঙ্ক বা পোস্ট অফিসে। কিন্তু এখন আর যেতে হবে না। 



ইপিএফও বৃদ্ধ পেনশন ভোক্তাদের জন্য ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা করার জন্য-


UMANG বা ONLINE PENSION DISBURSING BANK এই অ্যাপ ডাউনলোড করতে হবে।


এছাড়া জীবন প্রমাণ সার্টিফিকেটের জন্য নীচের লিঙ্কে যান-




এখান থেকে মোবাইলে APP বা কম্পিউটারে জীবন প্রমানের সার্টিফিকেটের জন্য মেইল আইডি আর ক্যাপচা দিয়ে download করুন। 

তারপর কি করতে হবে দেখে নিতে পিডিএফ ডাওনলোড করে নিন- DOWNLOAD PDF

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code