বিজেপির বিরুদ্ধে সরাসরি দেশ ব্যাপি আন্দোলনের হুশিয়ারি মুন্ড সমাজের





শচীন পাল,সংবাদ একলব্যঃ 

বিজেপির বিরুদ্ধে সরাসরি দেশ ব্যাপি আন্দোলনের হুশিয়ারি মুন্ড সমাজের।

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরসা মুন্ডা কে অসম্মান করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে দেশ ব্যাপি আন্দোলনে ডাক দিলো ভারতীয় মুন্ডা সমাজ। 


আদিবাসীদের অবমাননার জন্য অমিত সাহাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে প্রকাশ্য মঞ্চে। দিলিপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তাদের বক্তব্য পৈতৃক পরিচয় বদল করলে তাঁর ভালো লাগবে? তাহেল তিনি কিভাবে অমিত শার ভুলটাকে ঠিক বলে ধরে নিতে নির্দেশ দেন।? জঙ্গল মহলের মানুষ হয়ে বিরসামুন্ডার অবমাননা কে মানতে বলার সাহস দেখান কি করে?? অবিলম্ব বিষয় টি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 

প্রসঙ্গত গত কয়েকদিন আগে বাঁকুড়া সফরে অমিত শাহ্‌ বিরষামুন্ডার মূর্তীতে মাল্যদান করেন। 

মুন্ডা সমাজের অভিযোগ যেখানে মাল্যদান হয়েছে সেটা বিরষা মুন্ডার মূর্তি নয়। তাকে অসম্মান করা হয়েছে। এর প্রতিবাদে অান্দোলনের শুরু হয়ে গেছে সারা দেশব্যাপী।

এব্যাপারে বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথির পতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান বাঁকুড়ার বিরষা মোড়ে স্বরাষ্ট্র মন্ত্রী মূর্তীতে মাল্যদান করেছেন তার পর তারা কি ভাবছেন তাদের ব্যাপার।