৪৬০ বছরের ময়না রাস মেলার বইয়ের উদ্বোধন
সুজিত মণ্ডল, ময়না ঃ
ময়না থানার ওসি প্রণব রায়ের হাত দিয়ে দি তদন্ত নিউজ এর ময়নার শারদ ও রাস সাংখ্য "করোনা প্রতিরোধ বিশেষ সংখ্যা" শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের বিশিষ্ট লেখিকা মৌমিতা বাহুবলীন্দ্র।
রাজ পরিবার থেকে এই বই প্রতি বারে ময়না রাস মঞ্চ থেকে প্রকাশিত হতো।কিন্তু এ বছর করোনা-র বিধিনিষেধ থাকায় এবংমানুষের জীবনের মূল্যকে গুরুত্ব দিয়ে ময়না রাস কমিটির সিদ্ধান্ত অনুসারে কোনো রাস মঞ্চ করা হয়নি ও রাস মেলাও হচ্ছে না। এই কারণে ময়না থানাতে ওসি র উপস্থিতি এই বই প্রকাশ করা হয়।
Posted by Sangbad Ekalavya on Sunday, November 29, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊