Latest News

6/recent/ticker-posts

Ad Code

১ লক্ষ চাকরির সুযোগ করছে আমাজন ইন্ডিয়া





১ লক্ষ চাকরির সুযোগ করছে আমাজন ইন্ডিয়া 




সামনেই উৎসবের মরশুম। আর তার আগে বিরাট ঘোষনা আমাজন ইন্ডিয়ার। উৎসবের মরশুমের প্রাক্কালে এক লক্ষ অস্থায়ী চাকরির ঘোষনা করেছে আমাজন ইন্ডিয়া। ই-কমার্স সাইটগুলোতে মূলত ডেলিভারি ও অন‍্যান‍্য ক্ষেত্রে নিয়োগ করা হয়। উৎসবের মরশুমে কেনাকাটা বাড়ে তখন হাজার হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করে ই-কমার্স সাইট গুলো। 




আমাজন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, নতুন এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে মানুষের কাছে জিনিসপত্র পৌঁছনোর পদ্ধতি আরও সরল ও উন্নত করতে চাইছে। উৎসবের সময়ে মানুষের চাহিদা যাতে আরও দ্রুত মেটানো যায় সেদিকটায় নজর দিচ্ছে সংস্থা। 





ট্রাকিং পার্টনার. প্যাকেজিং ভেন্ডর, ‘আই হ্যাভ স্পেস’ ডেলিভারি পার্টনার, আমাজন ফ্লেক্স পার্টনার, হাউসকিপিং এজেন্সি ইত্যাদি ক্ষেত্রে সরাসরি না হলেও সহযোগী পার্টনারের সাহায‍্যে চাকরিক্ষেত্র তৈরি করেছে আমাজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code