Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেবা সপ্তাহে চারা গাছ বিতরণ বিজেপির

সেবা সপ্তাহে চারা গাছ বিতরণ বিজেপির



প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশে চলছে সেবা সপ্তাহ পালন পিছিয়ে নেই আমাদের রাজ্যেও l

সারা সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে l

গতকাল কোচবিহার ২৭ নং মন্ডল কমিটির পক্ষ থেকে নয়ারহাট ও চৌধুরীহাটের বিভিন্ন জায়গায় চারা গাছ বিতরণ করা হয় l

২৭নং মন্ডল সভাপতি গজেন বর্মন ও শতাধিক বিজেপি কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন l

বৃক্ষ রোপনের গুরুত্বসহ করোনা মহামারী নিয়েও তাঁরা সচেতনতা প্রচার করেন জনগণের মধ্যে l



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code