Latest News

6/recent/ticker-posts

Ad Code

গেন্দা ফুল ৫৫০ মিলিয়িন ভিউ অতিক্রম করায় উল্লসিত জ্যাকলিন

গেন্দা ফুল ৫৫০ মিলিয়িন ভিউ অতিক্রম করায় উল্লসিত জ্যাকলিন




বাদশা এবং পায়েল দেবের গাওয়া গেন্দা ফুল ইউটিউবে 550 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং এর গানের ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

মার্চ মাসে প্রকাশিত এই গানটি নিয়ে তুমিল বিতর্কের সৃষ্টি হয়। ১৯৭২ সালে রতন কাহার কর্তৃক রচিত ও ঝুমুর তালে সুরারোপিত এই গীতি বা গানটি প্রাথমিকভাবে রতন কাহারের কন্ঠে আকাশবানীতে প্রচারিত হয়। পরবর্তীতে স্বপ্না চক্রবর্তীর কন্ঠে ১৯৭৬ সালে নতুন করে প্রকাশিত হয় এবং লোকসঙ্গীত হিসেবে জনপ্রিয় হয়। অবশ্য পরবর্তিতে বাদশাহ রতন কাহারের সাথে যোগাযোগ করে বিষয়টি মিটিয়ে নেয়। 



তবে এতো বিতর্ক শেষেও গানের ভিডিও যে জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছে এদিন ইউটিউবের ভিউয়ার সংখ্যাই তাঁর প্রমান। উচ্ছসিত জ্যাকলিন জানান-


“আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে লোকেরা গানের প্রতি এত ভালবাসা প্রদর্শন করেছে। আমরা সম্প্রতি 550 মিলিয়ন ভিউ অতিক্রম করেছি এবং এটি অত্যন্ত আনন্দের। আমি এই গানের শুটিংয়ে অনেক মজা পেয়েছি। গানের চরিত্রটি আমার জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা ছিল। 


জ্যাকলিন আরও জানান- "বাঙালি পোশাক পরার এই অভিজ্ঞতা আমার এর আগে কখনো হয়নি- যা আমার কাছে স্মরণীয়।" 


আসুন আর একবার দেখে নেই গানটি-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code