শুভাশিস দাশ
এই মুহুর্তে উত্তরের কবিতার অঙ্গনে যে কজন ভালো কবিতা লিখছে সৌরদীপ তাদের একজন । ছোট থেকেই লেখালিখির একটু নেশা থাকলেও ইদানিংকালে জোরদার লিখে চলেছে সৌর । ওঁর বাবার উত্সাহ ওর মনে সাহস যোগায় ।
সমাজ এবং সমাজবদ্ধ মানুষকে নিয়েই তাঁর শব্দ গঠন ।
ইদানিং বেশ কটি পত্র পত্রিকা এবং ই ম্যাগে লিখে চলেছে সৌরদীপ ।
লেখা পড়ার পাশাপাশি কবিতা কে নিয়েই এগিয়ে যেতে চায় সে । আমাদেরও শুভেচ্ছা রইলো ওঁর এই ইচ্ছের প্রতি ।
নাম সৌরদীপ বর্ধন
বয়স ২৪ বছর
ফেসবুক souradip Bardhan
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊