সুজাতা ঘোষ , বাগডোগরা :

প্রতি বছর ১লা সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি প্রতিটি থানায় পুলিশ দিবস হিসেবে দিনটিকে পালন করেন পুলিশকর্মীরা। কিন্তু এই বছর এই বিশেষ দিনটিকে বাতিল করা হয়েছে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে। এদিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি  ৮ ই সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবসের অনুষ্ঠান পালন করার কথাও ঘোষণা করেন তিনি।


মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পুলিশ দিবস উপলক্ষ্যে গতকাল নকশালবাড়ির বিডিও অফিসের পক্ষ থেকে নকশালবাড়ি ও বাগডোগরা থানার ওসি এবং তাঁদের  সহকর্মীদের ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন নকশালবাড়ির বিডিও শ্রী বাপি ধর মহাশয়।