প্লাজমা থেরাপি প্রাণহানির ঝুঁকি কমাতে পারে না! দাবি ICMR-এর সমীক্ষায়


Plasma therapy not beneficial in reducing COVID-19 deaths: ICMR Study


করোনা চিকিৎসায় বিগত কয়েক মাস ধরে প্লাজমা থেরাপিকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বেশ কিছু ক্ষেত্রে মিলেছে সাফল্য। কিন্তু, এই প্লাজমা থেরাপি নিয়ে প্রশ্ন তুলল আইসিএমআর। ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ (ICMR)-এর সাম্প্রিতক সমীক্ষায় উঠে এসেছে করোনা আক্রান্তের শরীরে ভাইরাসের সংক্রমণ রুখতে খুব একটা উপযোগী নয় প্লাজমা থেরাপি। ফলে চিন্তার ভাঁজ চিকিৎসকদের মাথায়। 



সমীক্ষার রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কনভালসেন্ট প্লাজমা করোনা আক্রান্তের শরীরে ‘ভাইরাল লোড’ বেড়ে যাওয়া রুখতে পারে না। দেশের মোট ৩৯টি হাসপাতালের মোট ১২১০ জন করোনা রোগীকে বেছে নিয়ে এই সমীক্ষা চালিয়েছে আইসিএমআর। ২২ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত চলা এই সমীক্ষায় জানা যায়, করোনা আক্রান্তের শরীরে ভাইরাস সংক্রমণের গতি বা রোগীদের মৃত্যুর হার— কোনওটাই সে ভাবে নিয়ন্ত্রণ করতে পারে না প্লাজমা থেরাপি। 



করোনার চিকিৎসায় বড়সড় ধাক্কা দিল এই গবেষণার রিপোর্ট। এতদিন, প্লাজমা থেরাপি কিছুটা আশা জোগালেও এখন চিন্তিত চিকিৎসকা মহল।