Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াল পাথরঘাটার তৃণমূল কংগ্রেসের সদস্যরা

করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াল পাথরঘাটার তৃণমূল কংগ্রেসের সদস্যরা



 

সুজাতা ঘোষ , বাগডোগরা :

করোনা ভাইরাস ; নামটা শুনলেই প্রত্যেকের মধ্যেই একপ্রকার আতঙ্ক কাজ করে। মানুষের নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গেই অপর ব্যক্তির মধ্যে মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। সারা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এই করোনার জেরে।এখন করোনায় আক্রান্ত ব্যক্তি প্রায় প্রত্যেকের ঘরে ঘরে। এমনই অবস্থা পাথরঘাটা অঞ্চলের।

আজ মাটিগাড়া ব্লক ২ এর পাথরঘাটায় খাগারিয়াজোত ছোট ধুকুরিয়া এলাকার নরেশ সিংহ ও জগেশ সিংহের পরিবারের চারজন সদস্য এবং ওবান্দ্রীজোত এলাকার উমেশপু্রির পরিবারের চারজন সদস্য করোনা পজিটিভ হাওয়ায় তাদের মনোবল বাড়াতে ও সচেতন সতর্কতার পাশাপাশি স্যানিটাইজার, মাক্স ও ফল দিয়ে  পাশে দাঁড়ালেন পাথরঘাটার তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি এসেম্বলির বিজিএম কো-অর্ডিনেটর খগেশ্বর রায়,অঞ্চল প্রধান প্রফুল্ল বর্মন, ভূপেন্দ্র সিং অমূল্য ,দীপঙ্কর সহ দলীয় কর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code