গোপীবল্লভপুর বিধানসভায় বিজেপির ভাঙ্গন অব্যাহত।



বিধানসভা ভোটের আগে গোপীবল্লভপুর বিধানসভায় বিজেপির শক্তি ক্ষয়




শচীন পাল, ঝাড়গ্রাম :-


বিধানসভা ভোটের আগে গোপীবল্লভপুর বিধানসভায় বিজেপির শক্তি আবারও শক্তি ক্ষয়। 

গোপীবল্লভপুর বিধানসভায় বড়সড় ধাক্কা বিজেপির। 

বুধবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বালিয়া বেড়া ৫ নং অঞ্চলের তেতুঁলিয়া বুথে প্রায় ২০০ বিজেপির সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক।



বিধান সভা ভোটের আগে একে একে চলছে পার্টির রদ বদল। কেউ বিজেপি ছেড়ে তৃণমূল আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপি। এই রদ বদল আগামী বিধান সভায় বেশ প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির এই ভাঙনের জেরে তৃণমূল ফের শক্তিশালী হচ্ছে ।