দীর্ঘ আট বছর পর ভারতে ইলিশ রফতানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল



সুরশ্রী রায় চৌধুরী,সংবাদ একলব্যঃ 
দীর্ঘ আট বছর পর ভারতে ইলিশ রফতানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল সেখ হাসিনা সরকার। ২০১২ সালে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তার পর থেকেই পদ্মার ইলিশের জন্য আপসোস থাকত আপামর বাঙালির। 


তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাঙালির পাতে সপ্তাহখানের মধ্যেই জুটবে পদ্মার ইলিশ।

রাজ্যে ইলিশ রফতানির জন্য বিশেষ অনুমতি পাওয়ায়  আগামী সপ্তাহ থেকেই রাজ্যে ঢুকতে পারে প্রায় ১৪৫০ টন ইলিশ। বাংলাদেশ-পেট্রোপোল বর্ডার দিয়ে ইলিশ ভারতে আসবে।

ওজনে হবে ৮০০-১২০০ গ্রাম। ওজনের ওপরে নির্ভর করে দাম হতে পারে ৮০০-১২০০ টাকা। ১০  অক্টাবরের মধ্যে রফতানি সম্পূর্ণ হয়ে যাবে। ১২ অক্টোবর থেকে ফের রফতানিতে নিষেধাজ্ঞা জারি হবে বলে জানা যাচ্ছে।