GISA-র জাতীয় সম্মানে ভূষিত জলপাইগুড়ির সায়ন্তন
করোনা মহামারী শুধু জীবন কেড়ে নেয়নি-কেড়ে নিয়েছে আমাদের প্রাত্যাহিক জীবন যাত্রাও। বাড়িতে বন্দি সবাই। সামাজিক মেলামেশা প্রায় বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে বিকল্প হিসাবে ভার্চুয়াল জগৎ বেছে নেওয়া হচ্ছে। আর এই জগৎ এর উপর ভর দিয়েই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া হচ্ছে।
GISA নামের একটি জাতীয় সংস্থা সম্প্রতি গৃহবন্দী মানুষদের জন্য একটি EVENT এর আয়োজন করে। যেখানে সমগ্র দেশ জুড়ে সমস্ত যুবক-যুবতিরা খেলাধূলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর মহামারীকালিন পরিস্থিতিতে তাদের কার্যক্রম (activities) প্রদর্শন করে।
GISA এই EVENT এ অংশগ্রহণকারীদের জাতীয় স্তরের সম্মান জ্ঞাপন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমগ্র দেশ জুড়ে 375 জন যুবক যুবতীদের সম্মানিত করা হয়।
জলপাইগুড়ির থেকে এই সম্মান পেয়েছেন Tarai Dooars Yoga Academy ও Soham Yoga Institute এর সম্পাদক (Secretary) সায়ন্তন চক্রবর্তী [Shayantan Chakraborty]। তার এই জাতীয় স্তরে সম্মানে Academy এর সভাপতি(President) স্বপন কুমার চক্রবর্তী [swapan kumar Chakraborty] খুব গর্বিত এবং আনন্দিত বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊