Latest News

6/recent/ticker-posts

Ad Code

মশা মারতে ছাড়া হল গাপ্পি মাছের চারা

মশা মারতে ছাড়া হল গাপ্পি মাছের চারা


তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ করোনা আবহের মাঝে মশাবাহিত বিভিন্ন রোগ তথা ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন না ছড়ায় সেই দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ সরকারের তত্বাবধানে দিনহাটা ২ নং ব্লকের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বদ্ধ জলাশয়ে মশা মারতে ছাড়া হয় গাপ্পি মাছের চারা। 

আজ মঙ্গলবার দিনহাটা ২ নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বদ্ধ জলাশয়ে গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মী (VRP) লিটন বর্মন, প্রভাত বর্মন, প্রসেনঞ্জিত বর্মনদের সহযোগিতায় বিভিন্ন বদ্ধ জলাশয়ে মশার লার্ভা ভক্ষণকারী গাপ্পি মাছ ছাড়া হয়।

কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মনমোহন রায় জানান, মশার লার্ভা মারার জন্য এই প্রচেষ্টা। যে সমস্ত বদ্ধ জলাশয়ে মশার লার্ভা জন্মায় সেই সমস্ত জলাশয়ে মশার লার্ভা ভক্ষণকারী গাপ্পি মাছ ছাড়া হয়। কিশামত দশগ্রাম এলাকার সকল সংসদ এলাকায় মশাবাহিত রোগের থেকে মুক্ত রাখা যায় সেই প্রচেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code