দিনহাটা ২নং ব্লকে ঘোষিত কলেজ স্থাপনের দাবিতে ডেপুটেশন SFI, DYFI এর
সংবাদ একলব্যঃ কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় বহুদিন ধরে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার একমাত্র ভরসা দিনহাটা কলেজ। চৌধুরীহাট, বামনহাট, সিতাই, শীতলকুচী এর মতো বহু দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। তারপর আসনসংখ্যা সীমিত হওয়ায় অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পায়না। ফলে তাদের ছুটতে হয় কোচবিহার শহরে। বহুদিন ধরেই এই হয়রানির শিকার হয়ে আসছে মহকুমার ছাত্রছাত্রীরা। এমতাবস্থায় গত ২০১৭ সালে দিনহাটা মহকুমায় দুটি কলেজ স্থাপনের ঘোষণা করা হয় প্রশাসনিক স্তর থেকে। যদিও এখনো পর্যন্ত তার কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এই অচলাবস্থা নিয়ে দিনহাটা ২ নং বলকে ঘোষিত কলেজ স্থাপনের দাবি জানিয়ে দিনহাটা ২ নং ব্লকের বিডিও সাহেবের কাছে ডেপুটেশন জমা দিলো ভারতের ছাত্র ফেডারেশন (SFI) ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) নাজিরহাট-বড়শাকদল/বামনহাট আঞ্চলিক কমিটি।
তাঁরা ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আরিফ আনসারী মহাশয়কে অনুরোধ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের উচ্চশিক্ষার অঙ্গ হিসেবে মহকুমার ঘোষিত কলেজটির কাজ দ্রুত সম্পন্ন করা হয়। তারা এও জানায় আগামী ১৫ দিনের মধ্যে কলেজ স্থাপন সংক্রান্ত কোনো প্রশাসনিক তৎপরতা দেখা না দিলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা কমিটির সদস্য তথা বামনহাট লোকাল কমিটির সম্পাদক সায়েদ আলী, ভারতের ছাত্র ফেডারেশনের (এস. এফ. আই) জেলা কমিটির সদস্য তথা নাজিরহাট বড় শাকদল আঞ্চলিক কমিটির সভাপতি কপিল রায় সহ অন্যান্য নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊