Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭দফা দাবীতে বিক্ষোভ প্রদর্শন DYFI এর

 ৭দফা দাবীতে বিক্ষোভ প্রদর্শন DYFI এর 

আজ ০৬-০৯-২০ রবিবার, বিকাল-৪-৩০ মিনিট থেকে বিকাল-৫-০০টা পর্যন্ত DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে সংহতি মোড়ে সকল বেকারের কর্মসংস্থানের দাবীতে, কোভিড চিকিৎসায় বেসরকারী হাসপাতালের বিল নিয়ন্ত্রণ করার দাবী সহ ৭দফা দাবীতে বিক্ষোভ প্রদর্শন।


উপস্থিত ছিলেন DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা, DYFI দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর  সদস্য কমঃ তীর্থঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code