ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় পালন করবে বাংলাদেশ
বাংলাদেশ৮৪ বছর বয়সে দিল্লীর আর্মি হাসপাতালে ৩১শে আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর রাজনৈতিক কেরিয়ার ছিল বেশ উজ্জ্বল। বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজস্ব সহ একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি পদ সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত দেশের রাজনৈতিক ব্যাক্তিত্ব থেকে আপামর জন সাধারন। ভারত সরকার তাঁর মৃত্যুতে সাতদিন রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা করেছেন। এই সাত দিন দেশের পতাকা অর্ধনমিত থাকবে। শুধু দেশেই নয় তিনি ছাপিয়ে গেছেন ভিন দেশেও। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রণব বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি, এক বাংলাদেশীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে একদিনের রাস্ত্রীয় শোক পালন করবে বাংলাদেশ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে বুধবার (২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊