Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাগাতার বৃষ্টিতে যেমন বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, বিপর্যস্ত জাতীয় সড়কও

লাগাতার বৃষ্টিতে যেমন বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, বিপর্যস্ত জাতীয় সড়কও



লাগাতার বৃষ্টিতে যেমন বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন, বিপর্যস্ত জাতীয় সড়কও। প্রায় তিন দিন থেকে জলপাইগুড়ি জাতীয় সড়কে  যানজটে স্তিমিত হয়ে আছে কয়েক হাজার দূরপাল্লার লরি। নাকাল সাধারণ যাত্রীরাও। 


জাতীয় সড়কে আটকে থাকা অনেক দূর পাল্লার ট্রাকচালকেরা জানালেন তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন। কি কারণে যানজট সেটাও তারা জানেন না। 

এক লরি চালক জানালেন তিনি দীর্ঘ বারো ঘন্টা ধরে যানজটে আটকে আছেন। ধুপগুড়ি থেকে রাত 11 টা থেকে শুক্রবার যানজটে পড়েন। তিস্তা সেতু আসতে আসতে সকাল এগারোটা বেজে যায়। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা এভাবে যানজটে আটকে থেকে বিদ্ধস্ত লরি চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। 


অনেক চালকরা জানাচ্ছেন তাদের লরিতে প্রচুর দূরপাল্লার মাল রয়েছে যেগুলি আনলোড করা খুব দ্রুত প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে তারা করতে তা পারছেননা যানজটের কারণে। তাই খুব সমস্যার মধ্যে রয়েছেন তারা বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code