Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগর ফুটবল একাদশের পরিচালনায় ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট

নিগমনগর ফুটবল একাদশের পরিচালনায় ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট




তনুময় দেবনাথ, দিনহাটাঃ 

কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের অন্তর্গত নিগমনগরে, নিগমনগর ফুটবল একাদশের পরিচালনায় স্বর্গীয় সুশীল চন্দ্র অধিকারীর স্মৃতির উদ্দেশ্যে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে আয়োজিত হয়। 


খেলায় অংশগ্রহন করে নিগমনগর ফুটবল একাডেমী, খেড়বাড়িহাট একাদশ, বড়শাকদল একাদশ ও বামনহাট একাদশ। ফাইনালে ওঠে বামন হাট একাদশ ও খেরবারিহাট একাদশ। 

২৫ মিনিট ২৫ মিনিট করে মোট ৫০ মিনিটের খেলায় বামনহাট একাদশ ১-০ গোলে খেড়বাড়িহাট একাদশকে পরাজিত করে। 

উক্ত খেলায় ট্রফি গুলি দান করেছেন স্বর্গীয় সুশীল চন্দ্র অধিকারীর পুত্র হরিশ চন্দ্র অধিকারী। নিগমনগর ফুটবল একাদশের সদস্য অর্ঘ্য শর্মা জানায়, প্রতি বছর তারা নকাউট ফুটবল খেলার আয়োজন করে। করোনা আবহে এবার ৪ দলীয় খেলার আয়োজন করা হয়েছে। প্রতিবছর ১৬ দলীয় খেলার আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code