Latest News

6/recent/ticker-posts

Ad Code

নবজাগরণের প্রাণপুরুষ মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্ম বার্ষিকী পালন এ আই ডি এস ও এবং কমসোমলের

নবজাগরণের প্রাণপুরুষ মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্ম বার্ষিকী পালন এ আই ডি এস ও এবং কমসোমলের 


২৬শে সেপ্টেম্বর ২০২০,কোচবিহার: 



আজ ছাত্র সংগঠন এআইডিএসও'র কোচবিহার শহর লোকাল কমিটি এবং কিশোর সংগঠন কমসোমলের পক্ষ থেকে নবজাগরণের প্রাণপুরুষ মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিবস পালন করা হয় হরিশপাল চৌপথিতে।




এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদিকা কমরেড রুপালি সরকার, কমসোমলের পক্ষ থেকে রবীন্দ্র সরকার এবং অন্যান্য নেতৃবৃন্দ। 





পাশাপাশি বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা চিন্তায় ধর্মনিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক গণতান্ত্রিক শিক্ষা প্রবর্তনের অঙ্গীকারে এবং শিক্ষা ধ্বংসের নীলনক্সা সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিলের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা হয়। 





প্রসঙ্গত কমরেড রুপালি সরকার বলেন যে,বিদ্যাসাগর সেই যুগে দাঁড়িয়ে ধর্ম নিরপক্ষ গণতন্ত্রিক ও বৈজ্ঞানিক শিক্ষার কথা বলেছিলেন তাঁর সেই চিন্তাকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করছে বর্তমান কেন্দ্রীয় সরকার 'জাতীয় শিক্ষা নীতি ২০২০' এর মধ্য দিয়ে। তাই আমরা মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিনে শপথ নেই যে শিক্ষার ওপর নেমে আসা সমস্ত আক্রমনকে রোধ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code