রাজ্যের জয়, নিষ্পত্তি হল এসএসসি (SSC)-র সব মামলা

সংবাদ একলব্যঃ 

২০১২ সালের এসএসসি মামলায় অবশেষে হাইকোর্টে রাজ্যের জয়। পরীক্ষার্থীদের মামলা খারিজ করে বিচারপতি জানান, "কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬,১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়।" 


২০১১ সালের ২৯ ডিসেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এরপর ২০১২ সালে পরীক্ষার পর ২০১৩ সালে প্রকাশ হয়েছিল কম্বাইন্ড মেরিট লিস্ট। এরপর সেই মেরিট লিস্ট নিয়ে কিছু প্রার্থী আদালতের দ্বারস্থ হয়। মামলাকারীদের দাবি ছিল যে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তা চুড়ান্ত তালিকা। যদিও এসএসসি-এর দাবি ছিল সেটি চূড়ান্ত তালিকা নয়। এই প্রক্রিয়ায় প্রায় ৩০ হাজার শিক্ষক নিযুক্ত হন। 


কম্বাইন্ড মেরিট লিস্টে থাকা ৬ হাজার পরীক্ষার্থীর নিয়োগ চেয়ে কয়েকশো মামলা হয় আদালতে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট সেই মামলা নিষ্পত্তির দায়িত্ব দেয় হাইকোর্টকেই। এদিনের শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার রায়ে সব মামলার নিষ্পত্তি হয়।