Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) CPI(M) এর উদ্যোগে স্যানিটাইজেশন করা হল নিগমনগর বাজার


ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) CPI(M) এর উদ্যোগে স্যানিটাইজেশন করা হল নিগমনগর বাজার




নিজস্ব প্রতিনিধি, নিগমনগর ঃ 

ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) উদ্যোগে এদিন দিনহাটার নিগমনগরে করোনা আক্রান্তের বাড়ি, দোকান সহ নিগমনগর বাজারের একাংশ স্যানিটাইজ করলো CPI(M) এর রেড ভলেন্টিয়ার্সরা। 



এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPI(M) এর কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, সুজাতা চক্রবর্তী, যুব নেতা উজ্জ্বল গুহ, অভিনব রায় ও ছাত্র নেতা সৌভিক দে সহ অন্যান্য নেতৃত্ব। 



এই কর্মসূচি নিয়ে CPI(M) নেত্রী সুজাতা চক্রবর্তী বলেন ' মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য, এর আগেও একবার নিগমনগরের অস্থায়ী সবজি বাজার স্যানিটাইজ করা হয়েছিল আজ আবার নিগমনগরের করোনা আক্রান্তের বাড়ি দোকান সহ নিগমনগর বাজারের একাংশ স্যানিটাইজ করা হয়"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code