করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী

করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী। করোনা আক্রান্তের খবর নিজেই জানিয়েছে টুইটারে। তবে তাঁর বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কিন্তু তিনি করোনা আক্রান্ত নন। আপাতত রাজ আছেন হোম কোয়েরেন্টিনেই। বাড়ির বাকিদের করোনা পরীক্ষা হবে, জানিয়েছেন রাজ।


রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী। শুভশ্রী সন্তানসম্ভবা। সামনেই ঘরে আসতে চলেছে নতুন অতিথি। 


এদিন রাজ টুইট করে জানান- 
আমার করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তিনি দু'বারই করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছেন। এখন বাড়িতে কোয়ারান্টিনে। আমার পরিবারের বাকি সদস্যরাও COVID-19-তে পরীক্ষা করে দেখবেন। এটাই চেষ্টা করার সময়।